চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশস্থ দোহাজারী পাটানিপুল এলাকায় গত ১৩ ডিসেম্বর বেলা সোয়া ১২টার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামগামী একটি হানিফ পরিবহন (চট্টমেট্রো-ব-১৪-৩৫৬৯)এর সাথে বিপরীতমুখী মোটর সাইকেল (চট্টমেট্রো হ-১৭-২১১১)মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বায়জিদ থানা এলাকার পূর্ব ছৈয়দপাড়ার আবদুল বারেকের ছেলে মো:সাইফুল ইসলাম(৩৮) ও তারই ছেলে মো: জাবেদ (১০)মারা যায়। এ সময় গুরুতর আহতবস্থায় সাইফুল ইসলামের স্ত্রী ডলি আক্তার(২৮)কে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘাতক হানিফ পরিবহনকে আটক করলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে। দোহাজারী হাই-ওয়ে থানার ইনচার্জ ইয়াছিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।