ময়মনসিংহের উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ অনুকূল সরকার, পাগলা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিনূজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাইন উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মীর মোঃ কাসেম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ।