বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি, নীলফামারী জেলা বাস -মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেন বাদল আর নেই। তিনি ১২ ডিসেম্বর রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ পুত্র, ১ কন্যা, স্ত্রী, ভাই, বোনসহ অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। পরদিন ১৩ ডিসেম্বর মরহুমের প্রথম নামাজে জানাযা সৈয়দপুর রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় সৈয়দপুরে এবং তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় তাঁর গ্রামের বাড়ি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বেড়াকুটি বড়-য়া গ্রামে। এরপর মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, আসাদুজ্জামান নূর এমপি, আদেলুর রহমান আদেল এমপি, সৈয়দপুর পৌরসভার মেয়র ও সাবেক এমপি আমজাদ হোসেন সরকার,নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও সৈয়দপুর প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ওবায়দুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এম আর আলম ঝন্টু, বনিক সমিতির সভাপতি ইদ্রিস আলী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ।