সাম্প্রতিক সময়ে কতিপয় দুস্কতিকারী কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় মানববন্ধন করেছে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। ১২ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী মানববন্ধনে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙনের মধ্য দিয়ে সংবিধানের ধারা লংঘন করেছে। অবিলম্বে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন, থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।