জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান আমরা রাখবো অম্লান এ শ্লোগানকে ধারন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে শনিবার দুপুরে রংপুর টাউন হলে জেলা ও বিভাগীয় সরকারী কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মধুসুধন রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডা, জাকিউল ইসলাম লেলিন, রংপুর মেডিকেল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক নুরন্নবী লাইজু, রংপুর কর কমিশনার রংপুর অঞ্চল আবু হান্নান দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার আবদুল ওয়াহেদ, প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ রংপুর বিভাগ মনিরুজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ শাহেনুরসহ রংপুরে কর্মরত জেলা ও বিভাগীয় সরকারী কর্মকর্তাবৃন্দ। বক্তারা জাতিরজনক বঙ্গবন্ধু না হলে আমরা কেউই এতবড় কর্মকর্তা হতাম না তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আমরা বড় বড় কর্মকর্তা হয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুরকারী ও তাদের ইন্ধন দাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার আহবান জানানো হয়।