সম্প্রতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, অবিসংবাদীত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই এর উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে রংপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নেতৃত্বে রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীগণ রংপুর প্রেসক্লাব চত্বরে সকাল ১১: মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, পরিচালকবৃন্দের মধ্যে পার্থ বোস, মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, মোঃ আকবর আলী, খেমচাঁদ সোমানী রবি, রংপুর চেম্বারের সচিব ড. মোঃ রেজা-উন-নূর।
বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা প্রদান এবং স্থাপিত ভাস্কর্য ভেঙে ফেলার ভয়ংকর হুমকি দিয়েছে চিহ্নিত স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি। তাই যে কোন মূল্যেই হোক বঙ্গবন্ধুর অবমাননাকারীদের রুখে দিতে হবে। ব্যবসায়ী নেতারা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা।’ তাই বঙ্গবন্ধুর অবমাননায় রংপুরের ব্যবসায়ী সমাজ চুপ থাকতে পারে না। তাই রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীগণ এর তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।-