বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের ২০২১-২৩ ত্রি-বার্ষিক কমিটির গঠন হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর গুপ্তপাড়া ইনজয় সাইবার কাফ সংগ্লন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে কার্যনির্বাহী সাধারণ সভা মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি হয়েছেন জাহিদ হোসেন লুসিড, সহ সভাপতি আসাদুজ্জামান আফজাল, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক নজমুল ওহাব টিপু, সাংগঠনিক সম্পাদক মেজবাহুল হিমেল, কোষাধ্যক্ষ ইমরোজ হোসেন ইমু, দপ্তর সম্পাদক রনজিৎ দাস, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান কার্যকরী সদস্য মঈনুল ইসলাম, এম. মিরু সরকার।
এতে আসাদুজ্জামান আরমান, রাশেদ রাব্বী, এসএ লিঠন, উপস্থিত ছিলেন। সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।