নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বক্সগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন ভূঁইয়া ও উপজেলা যুবলীগ সহসভাপতি মনির আহম্মদ ভূঁইয়া শনিবার ওই ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর সাথে মত বিনিময় করেন। পরে উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি মরহুমা জহুরা আক্তার পাখির কবর জিয়ারত করেন। এর আগে আবুল হোসেন ভূঁইয়া ও মনির আহম্মদ ভূঁইয়া পৃথক পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মাস্টার আবুল হাসেম ভূঁইয়া, মাস্টার জালাল আহম্মদ ভূঁইয়া, আফজাল মেম্বার, মীর আহম্মদ ভূঁইয়া, শামছুল আলম ভূঁইয়া, নূর আহম্মদ মিয়া, উপজেলা যুবলীগ সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া জাশেদ, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েফ হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন ভূঁইয়া প্রমুখ। মতবিনিময় সভায় বাকীহাটি জামে মসজিদ কমিটির দ্বন্ধের জেরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকান্ড নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাকীহাটি ভূঁইয়া পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।