“যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ ডিসেম্বর জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপনে উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক, কর্মকর্তা ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল মজিদ মোল্লা, আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম, সহকারী প্রোগ্রামার প্রকৌশলী খাযরুইয়ার রহমান নাহিল প্রমুখ।