ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকের ডাক্তার এ্যাসোসিয়েশন(বিপিডিএ) এর নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালীগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বক্তরা বলেন,প্যারামেডিকেল ডাক্তাররা করোনা কালীন সময়ে তাদের সেবা অব্যাহত রেখেছে।ডাক্তার নাম থাকলেও আমাদের কোন মর্যদা বা স্বীকৃতি নাই যে কারণে বিভিন্ন ধরনের অপমান অপদস্তের শিকার হতে হয় আমাদের। আমরা এ থেকে মুক্তি চাই।এ সময়ে প্রধান অতিথি ছিলেন,ঝিনাইদহ-৪ আসনের এমপি জনাব আনোয়ারুল আজীম আনার,বিশেষ অতিথি ছিলেন,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,বিপিডিএ কেন্দ্রীয় সভাপতি ডাঃ আর এম রনি,সাধারন সম্পাদক ডাঃ রাকিবুল ইসলাম তুহিন,কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ কামাল হোসেন,মোশারেফ হোসেন,ডাঃ ফজলুর রহামন,ডাঃ এম এ রহিম,ডাঃ আক্তার হোসেনসহ খুলনা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন স্থান থেকে আগত পল্লী চিকিৎসকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।সভায় সভাপতিত্ব করেন সেভিয়ার ল্যাবরেটরীজ(ইউঃ)বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জনাব আঃ মতিন।