বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে প্রতিবাদ সভা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কে আয়োজিত মানববন্ধনে উপজেলা প্রশাসন, থানা, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সরকারি কামরুল ইসলাম কলেজের প্রভাষক এনায়েত হোসেন জাকির, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।