রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ কোর্ট মাঠ চত্বরের সামনে শনিবার দুপুরে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম। এ সময় ঢাকাগামী কয়েকটি দূর পাল্লার বাস ও মাহেন্দ্রসহ বিভিন্ন ধরনে যানবাহনে অভিযান পরিচালনা করে দেখতে পান অধিকাংশ যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অভিযানে সহযোগিতা করেন গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম বলেন, সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে, সেখানে আদেশ অমান্য করে চলাচল করছে। অনেকের মুখে মাস্ক পাওয়া না গেলেও কারো প্যান্টের পকেটে, ব্যাগে কারো বিভিন্ন স্থানে গুঁজে রাখতে দেখা গেছে। যা সত্যিকার অবাকের বিষয়। এ রকম ২৮ জনের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।