খুলনার পাইকগাছায় মুজিব বর্ষ উপলক্ষে পাইকগাছা থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় পৃথক সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে। শনিবার সাকাল ১১ টায় থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ এজাজ শফী এ সার্বিস ডেস্কর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন অনেক সময় নারীরা থানায় এসে তাদের কথাগুলো স্বাছন্দে পুরুষের সামনে বলতে পছন্দ করেনা, সে কারণে নারী কর্মকর্তা ও নারী কনেষ্টবল নিয়োগ দেয়া হয়েছে। তেমনি বয়স্ক ও প্রতিবন্ধীদের বেলায় সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য সার্ভিস ডেস্ক খোলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এস আই অভিজিত, এ এস আই সুলতানা রাজিয়া ও নারী পুলিশ সদস্য স্বর্ণা ও শারমিন।