জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনের সম্মুখে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙ্গামটি চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ বেলায়েত হোসেন ভূইয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ আবদুল ওয়াদুদ, পরিচালক নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, মনসুর আলী, হারুন অর রশিদ মাতব্বর, উসাং মং, নেছার আহমেদ, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, বাবলা মিত্র।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বনরুপা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দ, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম, রাঙ্গামটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পিয়ারু, মৎস্যজীবিলীগ জেলা সভাপতি উদয়ন বড়-য়া।
এসময় আরো উপস্থিত ছিলেন পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি নেছার আহমেদ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোঃ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান রাঙ্গামটি আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মিজান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে একটি কুচক্রি মহল বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের পিছনে মূল হোতা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের উত্তরসুরীরা আবারো মাথা চারা দিয়ে উঠছে। বাংলাদেশ যখন উন্নত বিশ্বের দিকে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে তখন আমাদের এগিয়ে যেতে বাধা সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই আমরা আওয়ামী লীগের পাশাপাশি জাগ্রত বাঙালি জাতিকে সাথে নিয়ে শুধু ভাষ্কর্য না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা বির্তকিত করবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে।