২৫তম বিসিএস (পুলিশ) এর কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেঃ কোঃ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর ‘পুলিশ সুপার’ পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বগুড়া জেলার অন্তর্গত দুপচাঁচিয়া উপজেলার দোবলাপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি বগুড়া পৌর উচ্চবিদ্যালয় থেকে প্রথম বিভাগে (বিজ্ঞান) এসএসসি ও বগুড়া সরকারী আযিযুল হক কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চমাধ্যমিক(বিজ্ঞান) পাস করে পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগ থেকে সাফল্যের সহিত বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রী লাভ করেন। ইতোমধ্যে তিনি ড. ওয়াজেদ রিসার্চ এ্যন্ড ট্রেনিং ইন্সটিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এমফিল কোর্স শেষে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন। তিনি জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনসহ দেশে বিদেশে অসংখ্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
কর্মজীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসাবে ঠাকুরগাঁও জেলা, সিলেট মেট্রোপলিটন পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলাসহ পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে গত ২৪/০৩/২০১৩ খ্রিঃ হতে ২৩/০৯/২০১৪ খ্রিঃ পর্যন্ত আরআরএফ, রংপুরে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গত ২৩/০৯/২০১৪ খ্রিঃ থেকে ৩০/১২/২০১৬ খ্রিঃ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম/ডিএসবি) হিসাবে রংপুর জেলায় কর্মরত থাকাকালে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ দেশের চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি রংপুর জেলায় চাঞ্চল্যকর জাপানী নাগরিক হোশিও কুনিও হত্যাকান্ডে রুজুকৃত কাউনিয়া থানার মামলা নং-০৪, তাং-০৩/১০/২০১৫ খ্রিঃ এর প্রকৃত রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বদলী সূত্রে গাইবান্ধা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসাবে গত ৩০/১২/২০১৬ খ্রিঃ হতে ২০/০৯/২০১৮ খ্রিঃ পর্যন্ত কর্মরত থাকেন। গাইবান্ধা জেলায় কর্মরত থাকাকালে আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টিকারী তৎকালীন গাইবান্ধা ০১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সাংসদ মোঃ মঞ্জুরুল ইসলাম (লিটন) হত্যা (৩১/১২/২০১৬ খ্রিঃ) মামলার মূল আসামি গ্রেফতারসহ মামলার প্রকৃত রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুরে কর্মরত থাকাকালীন সময়ে গত ৩১/১২/২০১৮ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, তিনি ২০১৯ সালে তাহার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করা সহ কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বিস্তারে অনবদ্য ভূমিকা রাখায় গত ০২/০১/২০২০ খ্রিঃ তারিখে ওএচ ব্যাজ প্রাপ্ত হন। তিনি পুলিশ বিভাগে একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসাবে সু-পরিচিত। তিনি দেশের চলমান উন্নয়ন কর্মকা- তথা গণতান্ত্রীক ধারা অব্যাহত রাখাসহ সরকারের উজ্জ্বল ভাবমূর্তি রক্ষার্থে সদা সচেষ্ট রয়েছেন। তিনি একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের পরিবারের সন্তান।