পীরগঞ্জের করতোয়া নদী থেকে আবারও বালু লুটের মহোৎসব চলছে। উপজেলা চেয়ারম্যানের ভাই, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বিঘেœ, নিরাপদে,প্রতিদিন বালু লুটছে। যেন দেখার কেউ নেই। উপজেলার টুকুরিয়া ইউনিয়নে করতোয়া নদীপাড়ের শুধুমাত্র বিছনা গ্রামেই মাত্র ৫’শ গজের ১০ টি স্থানে বালু তোলা হচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামের পাশ দিয়ে বহমান করতোয়া নদী। গ্রামটির ১০ টি স্থানে স্যালোমেশিন দিয়ে বালু উত্তোলন করে বিশাল মজুদ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের (সম্প্রতি দুদকের মামলা হয়েছে) ছোট ভাই আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মন্ডল ২টি স্থানে, আওয়ামী লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলনের নামে ৩ টি, বিছনা গ্রামের আফজাল হোসেন, স্বাধীন মিয়া ও আজিজার রহমান, গোপীনাথপুরের আবদুর রশিদ মিয়া,মাগুড়া গ্রামের শুভ মিয়া ১টি করে স্থানে মোট ১০টি মেশিন দিয়ে দেদারছে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের কারণে নদীর পাড়, আবাদি জমি, রাস্তা ভাঙ্গছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। কিন্তু প্রভাবশালীদের বিরুদ্ধে কেউই প্রতিবাদ করতে পারছেন না বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় এক ঠিকাদার বলেন, বিছনা গ্রামে প্রায় ৬০ লক্ষ সিএফটি বালুর মজুদ রয়েছে। প্রতি সিএফটি বালু ৩ টাকা করে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা মুল্য হবে। নদী পাড়ে ট্যানেক্স ব্র্যান্ডের বেশ কয়েকটি ট্রাককে বালু পরিবহনের কাজে দেখা গেছে। বিছনা গ্রামের সাজু মিয়া বলেন, বালু মজুদ রাখার জন্য আমি শুভনামের এক যুবককে জমি ভাড়া দিয়েছি। উপজেলা ভাইস চেয়ারম্যান মিলনের মেশিন চালক আশরাফুল ইসলাম জানায়, আমি দিন হাজিরা হিসেবে ৩টি মেশিন পরিচালনা করছি। টুকুরিয়া ইউপির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বালু লুট বন্ধ করতে গিয়ে আমি হামলার শিকার হয়েছি। এখন আর কাউকে নিষেধ করি না। অতিরিক্ত ওজনের ট্রাকে (ড্রাম ট্রাক) বালু পরিবহন করায় রাস্তাগুলো গর্ত হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, বালুমহাল না থাকায় নদী থেকে কিছু মানুষ বালু তুলছে। কিছুদিন আগেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও মামলা করা হয়েছে। আবারো ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।