দিঘলিয়ায় ভৈরব সেতু বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ওয়াহিদ কনস্ট্রাকশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন। সামনে রয়েছে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া। ভূমি অধিগ্রহণে অতিরিক্ত টাকা পাওয়ার আশায় সেতু নির্মাণ এলাকায় রাতারাতি নিম্নমানের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের প্রতিযোগিতায় নেমেছে। ভূমি অধিগ্রহণের ব্যাপারে কোনো পত্র না পাওয়ায় স্থানীয় প্রশাসন কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করতে পারছে না।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় সেতু নির্মাণের দাবি দীর্ঘ বছরের। এ দাবির প্রতি একমত পোষনে সরকার ৬১৭.৫৩ কোটি টাকা ব্যয় নির্ধারণ করে ১.৩১৬ কি.মি.দৈর্ঘের এলাকাবসীর স্বপ্নের ভৈরব সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, ভৈরব সেতু বাস্তবায়নের কাজে অংশগ্রহন-কারী ঠিকাদার প্রতিষ্ঠানের জনবল সেতু সংশ্লিষ্ট এলাকায় আগমনের সাথেসাথেই এলাকার একটি মহল ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বাবদ মোটা অংকের টাকা পাওয়ার স্বপ্নে মেতে উঠেছে। এ সকল লোকজন সেতু নির্মাণ এলাকায় রাতারাতি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে সেতুনির্মাণ এলাকার পূর্বপাশে রাস্তার দুইধারে গড়ে তুলছে নানা স্থাপনা। এদিকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভূমি অধিগ্রহণের কোনো প্রকার পত্র তারা পাননি।তবে পুরো সেতু এলাকার ছবি আছে।ফলে কেউ কোনো বাড়তি সুবিধা দাবি করলেই পাবে না।