নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়মিত বিরতিতেই ঘটে। এসব আমরা জানি সংবাদমাধ্যমের খবর পড়ে বা শুনে বা দেখে। প্রকাশিত বা সম্প্রচারিত খবরের বাইরেও অনেক ঘটনা থেকে যায়। নারীর বিরুদ্ধে সহিংসতার ও লাঞ্ছনার অনেক খবরই চাপা পড়ে থাকে। কখনো পারিবারিক ইজ্জতের কারণে, কখনো প্রভাবশালীদের চাপের কারণে, কখনো ¯্রফে অবজ্ঞার কারণে অনেক খবর ধামাচাপা পড়ে যায়, অপ্রকাশিত থাকে। সহিংসতা-বর্বরতার শিকার অনেক নারী-শিশু ও তাদের পরিবার অসহযোগিতা, চাপসহ নানা কারণে সেবাদাতা সরকারি সংস্থাগুলোতে যায় না। হয়রানি এড়াতে অনেকটা বাধ্য হয়ে তারা অপরাধীর সঙ্গে মীমাংসা বা সমঝোতার পথ বেছে নেয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সমাজে ‘মুখ দেখাতে’ না পারার শঙ্কায় সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সহিংসতা ও লাঞ্ছনার শিকার নারী-শিশু এবং তাদের পরিবার। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচারের অভাব, সরকারি সংস্থার এক শ্রেণির কর্মকর্তার দায়িত্বে অবহেলা, নির্যাতনের শিকার নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সহায়তার হাত বাড়াতে গড়িমসি এবং সমাজপতিদের বিবিধ চাপ এ ক্ষেত্রে বড় কারণ হিসেবে কাজ করে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে মহিলা সহায়তা কর্মসূচিতে যথাক্রমে এক হাজার ১১২ জন ও এক হাজার ৩৩৪ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। অথচ গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত আইনি সহায়তা নিয়েছেন মাত্র ৯৯৯ জন। ভুক্তভোগীদের বক্তব্য অবশ্য ভিন্ন। অভিযোগ দায়ের করতে আসা দুই নারী বলেন, প্রতিরোধ সেলের কয়েকজন কর্মকর্তার অবহেলা ও উদাসীনতার কারণে সহায়তা নিতে আসা মানুষের সংখ্যা দিন দিন কমছে। নারী নির্যাতন প্রতিরোধ সেলে গিয়ে দেখা যায়, বিচার চাইতে আসা নারীর সংখ্যা অনেক কম। নাম প্রকাশ না করে একজন বলেন, এখানে যারা বিচার চাইতে আসে, তারা সবাই মানসিক নির্যাতনের শিকার। কয়েকজন খুব খারাপ ব্যবহার করেন। ঠিকমতো কথা শোনেন না। এমন ব্যবহার পেলে আসতে ইচ্ছে করে! সহিংসতার শিকার নারীদের জন্য যে সহায়তা কেন্দ্রগুলো আছে এ সময়ে সেগুলোর সেবা নিতে যাওয়া মানুষের সংখ্যা কমার সাধারণ একটি কারণ করোনা। কিন্তু এ সমস্যা সব সময় ছিল না। আরো কিছু বিষয় আছে যেসব ওপরে উল্লিখিত হয়েছে। এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। ভালোভাবে বিবেচনা করে দেখা উচিত। আমরা মনে করি, যারা বিচারপ্রক্রিয়ায় যেতে চায় না, তাদের মনে সাহস জোগানো উচিত। সরকারি সহায়তার জন্য নারীদের মনে অনুকূল পরিবেশ সরকারকেই করতে হবে। সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনেরও ভূমিকা রাখা উচিত।