নবাগত রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুর, কোষাধ্যক্ষ শিশির দাশ বাবলা, সদস্য ইয়াছিন রানা সোহেল, লিটন শীল, শেখ ইমতিয়াজ কামাল ইমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, এলাকার সার্বিক উন্নয়নে তার পক্ষ থেকে সবধরণের কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। তাই এই এলাকার উন্নয়নে রাঙ্গামাটির সংবাদ কর্মীদের তার পাশে থেকে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করার অনুরোধ জানান।