পঞ্চগড়ের বোদায় ঢাকা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কার্জিপাড়া এলাকায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা, শিশু ক্যান্সার সহ করোনা (কোভিট-১৯) মাস্ক বিতরণ, চক্ষু হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১০০ পিচ কম্বল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। লায়ন আনোয়ার সাদাত এর সার্বিক সহযোগীতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লায়ন আবদুল হালিম। এ সময় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি লিহাজ উদ্দীন মানিক, সাধারণ সম্পাদক রবিউল হাসান লিটন, লায়ন্স সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।