খুলনার পাইকগাছায় সুজনা আক্তার হত্যা করা হয়েছে এ অভিযোগে এলাকাবাসী ও তার স্বজনরা মানববন্ধন এবং শোকর্যালী করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে পৌর সভার ৬নং ওয়ার্ডের নারী-পুরুষ সহ বিভিন্ন স্তরের মানুষ এ কর্মসূচিতে যোগদেন। নিহত সুজনার পিতা ৭নং ওয়ার্ডের বাসিন্দা বাবু সরদার দম্পতি অভিযোগ করেন তার মেয়েকে হত্যা করে জামাতা রবিউল গাজী। গলায় রশিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আসমা আহম্মদ, আলমগীর সানা, কেষ্টপদ মন্ডল, ছলেমান মোড়ল ও নিহত সুজনার পিতা-মাতা। উল্লেক্ষ্য গত শুক্রবার (৪ডিসেম্বর) রাতে উপজেলার বারুইডাঙ্গা গ্রামে স্বামী রবিউল গাজীর ঘর থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুজনার লাশ উদ্ধার করা হয়। নিহতের একটা শিশু সন্তান রয়েছে।