সরাইলের তেরকান্দা-কাটানিশার সড়ক নির্মাণ কাজে অনিয়ম ও নি¤œমানের সামগ্রি ব্যবহারে ফুঁসে ওঠেছে গ্রামবাসী। গণমাধ্যমের পাশাপাশি ছবিসহ অনিয়মের চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষও। গত বুধবার সরজমিনে যান উপজেলা প্রকৌশলী মোছা. নিলুফা ইয়াছমীন। স্বচোক্ষে অনিয়ম দেখে কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দেন ঠিকাদারের লোকজনকে। দেড় কিলোমিটার সড়ক নির্মাণে ১ কোটি ১৫ লাখ টাকা বরাদ্ধ। এরপরও এমন একটি গুরূত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজে বারবার অনিয়ম মেনে নিতে পারছিলেন না গ্রামের সাধারণ লোকজন। তাই তারা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছিলেন। এরপরও প্রতিকারের কোন নমুনা না দেখে অনেকটা হতাশ হয়েছিলেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কের কাজ পরিদর্শনে আসেন জেলার নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। আশায় বুক বাধেঁন তেরকান্দা গ্রামের লোকজন। সকলে মিলে কাজের অনিয়ম ও নি¤œমানের সামগ্রি ব্যবহারের ব্যাখ্যা দেন। নির্বাহী প্রকৌশলী নি¤œমানের একটি সামগ্রিও ব্যবহার করা যাবে না বলে ঠিকাদারকে হুঁশিয়ার করে দেন। তিনি বলেন একাজে কোন ধরণের অনিয়ম ও দূর্নীতি সহ্য করা হবে না। ঘুরে ফিরে কাজ দেখে নির্বাহী প্রকৌশলী বিভিন্ন জায়গায় মাটি ফেলে আরো উচুঁ করার নির্দেশ দেন। রিটার্নিং দেওয়াল সংলগ্ন জায়গা থেকে মাটি কাটতে নিষেধ করেছেন ঠিকাদারকে। স্থানীয় লোকজনকে মাটি দিয়ে সহযোগিতার পাশাপাশি ঠিকাদারকে কাজটি সঠিক ভাবে সম্পন্ন করতে সহায়তার আহবান জানিয়েছেন প্রকৌশলী। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোছা. নিলুফা ইয়াছমীন, কাজের এস ও উপসহকারী প্রকৌশলী মাসুদুর রহমান। প্রসঙ্গত: নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা-কাটানিশার দেড় কিলোমিটার সড়কটির বেহাল দশা ছিল দীর্ঘদিনের। এ সড়ক দিয়ে কুচনি, বুড্ডা, মলাইশ, দেওড়া, শাহজাদাপুর, আখিঁতারা, কাটানিশারসহ ৭-৮ গ্রামের বাসিন্দা চলাচল করেন। সম্প্রতি অত্যন্ত জন গুরূত্বপূর্ণ সড়কটি নির্মাণে ‘গ্রেটার কুমিল্লা প্রজেক্টে (জিসিপি)’ এর আওতায় দরপত্র আহবান করা হয়। ১ কোটি ১৫ লাখ টাকার কাজটি পায় বিজিল্যান্ড ফাউন্ডেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরূ থেকেই নি¤œমানের নির্মাণ সামগ্রি ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয় লোকজন। ঠিকাদারের লোকজন উল্টো স্থানীয় লোকজনকে ক্ষমতার প্রভাব দেখিয়ে হুমকি দিতেন।