মুজিববর্ষ উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ময়মনসিংহে ১০০ বলের ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লীগ (এমপিএল)। এ উপলক্ষে এমপিএলের লোগো উন্মোচন ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর মুকুল নিকেতন স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন, জাতীয় দলের সাবেক ওপেনার সানোয়ার হোসেন। এরপর অতিথিরা ৬দলের জার্সি উন্মোচন করেন। অনুষ্ঠানে ৬টি গ্রুপের আয়োজকদের হাতে জার্সি তুলে দেন অতিথিবৃন্দ। পরে ক্রিকেটার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ওয়ালটনের সহযোগিতায় ১০০ বলের এই টুর্নামেন্টটি ৬টি গ্রুপে ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নগরীর সার্কিট হাউস মাঠে। গ্রুপ পর্বের খেলা শেষে ২৪ ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে জাতীয় দলের ৬ জন এবং জাতীয় অনুর্ধ ১৯ দলের ৬জন ক্রিকেটারের সাথে ময়মনসিংহের স্থানীয় ক্রিকেটার খেলবে।
এমপিএলের দলগুলো হচ্ছে-ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ থান্ডার্স, ময়মনসিংহ রাইডার্স এবং ময়মনসিংহ ঈগলস।
লোগো উন্মোচন ও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এতে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দীলিপ পান্ডে, সাধারণ সম্পাদ আতাউর রহমান বিভ, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, টুর্ণামেন্ট কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন, ওয়ালটনের ফাস্ট সিনিয়র অ্যাভিলেশন ডিরেক্টর মিল্টন আহমেদ।
এমপিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, ক্রিকেটে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতেই ময়মনসিংহের সাবেক ক্রিকেটারদের প্রচেষ্ঠায় প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লীগ (এমপিএল)। আমরা আশাকরি এখানে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে খেলে আমাদের ছেলে আরো উৎসাহিত হবে। ভবিষ্যতে তারাই জাতীয় ক্রিকেট দলে খেলে ময়মনসিংহের নাম উজ্জ্বল করবে।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও এমপিএল টুর্নামেন্ট কমিটি উপদেষ্টা সানোয়ার হোসেন বলেন, ময়মনসিংহ এখন বিভাগীয় শহর। এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আরো যাতে ভালো মানের ক্রিকেটার এখান থেকে উঠে আসে সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, এই টুর্ণামেন্ট ক্রিকেটারদের অনেক উৎসাহ যোগাবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে সাবেক এই অধিনায়ক আরো বলেন, শুধু ক্রিকেট ট্রেনিং-কোচিং করলে হবে না, ভালো ক্রিকেটার হতে হলে প্রচুর পরিমান লীগ খেলতে হবে।