হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১২ ডিসেম্বর (২০২০) থেকে ২৪ জানুয়ারী (২০২১) পর্যন্ত এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী মোট ১ লাখ ৩৮ হাজার ৮৪৩ শিশুকে ঠিকাদানের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিফিংকালে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এইসব কথা বলেন।
এ সময় দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ক্যাম্পেইনের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যাম্পেইনের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা। এ সময় রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় সিভিল সার্জন ড. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটি জেলায় ৪০২ জন ভ্যাক্সিনেটর, ১৫৯ জন সুপারভাইজারসহ অন্যান্য স্বেচ্ছাসেবক এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনে টিকাদান কেন্দ্রে দেড় মাসব্যাপী এই হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন চলবে।
তিনি আরো জানান, হাম রুবেলা রোগ সাধারণত শিশুদের হয়ে থাকে। ৯ মাস থেকে ১০বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এই টিকা দেওয়ার পর শিশুদের হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে। এমনই কোন প্রভাব দেখা দিলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা চাই এই টিকা থেকে যেন একজন শিশুও বাদ না যায়। যার মাধ্যমে আমরা হাম রুবেলাকে জয় করতে চাই।
ক্যাম্পেইন সফল করতে অভিভাবকসহ সব মহলকে উদ্বুদ্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান সিভিল সার্জন। তিনি বলেন, এজন্য সংবাদ ও গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এ জেলায় করোনা কারণে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।