জয়পুরহাটের ক্ষেতলাল-মোলামগাড়ী সড়কের মোটরসাইকেল দূর্ঘটনায় নাছিরুল হক নাসির (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ত্রিপুরা গ্রামের নাজিমুদ্দিন এর ছেলে নাছিরুল হক নাসির ও কালাই উপজেলার চরবাঁখেড়া পশ্চিমপাড়া গ্রামের রাজু প্রধান (২২) দুই বন্ধু মোটরসাইকেল যোগে মোলামগাড়ী হতে পাঁচবিবি'র উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় উপজেলার বামণগ্রাম নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পেছনে থাকা নাছিরুল হক নাসির রাস্তার উপর আছড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।
অপরদিকে সামান্য আহত মোটরসাইকেল চালক রাজু প্রধান ও স্থানীয়'রা তাকে ব্যাটারীচালিত ইজি পাওয়ার যোগে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে কালাই থানার এসআই এস এম জোবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাসিরুল হক নাসির নামে এক যুবক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।