যশোরের অভয়নগর উপজেলার পাঁচজন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীষ আলোচনা সভায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা পরিষদের মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমনোয়ারা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল।
সংবর্ধনা প্রাপ্ত পাঁচজন জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী চলিশিয়া ইউনিয়নের সাভারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী জয়নব বেগম, শিক্ষা ও চাকুরী সাফল্যে শ্রীধরপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মনসুর আলী বিশ্বাসের মেয়ে উম্মে কুলসুম, সফল জননী হিসেবে সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের নারায়ন সরকারের স্ত্রী মহারানী সরকার, নির্যাতন মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় চলিশিয়া ইউনিয়নের সাভারপাড়া গ্রামের মৃত শেখ হেরমত আলীর মেয়ে সালেহা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের গাজী মাহমুদ আলমের স্ত্রী মুসলিমা বেগম।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।