শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চোখে পড়ে বীর মুক্তিযোদ্ধানের নামের সাইন বোর্ড। মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এসব বীরের নামে করা হয়েছে শহরের বিভিন্ন সড়কের নামকরণ। এভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানে ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ২৯ সড়কের নাম করণ করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে আরো ২৪ সড়কের নামকরণ করা হবে এসব বীরের নামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের সীমান্ত ঘেষা ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকায় ৫৩ জন মুক্তিযোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় পৌর মেয়র আবদুর রশিদ খাঁন এসব রাস্তার নামকরণ করেন। ঝিনাইদহ জেলায় এই প্রথম মহেশপুর পৌরসভায় মুক্তিযোদ্ধাদের নামে এতে বেশি সড়কের নামকরণ করা হয়েছে।
চলতি বছরের ২৯ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. সৈয়দ শাহজাহান আহমেদ স্বাক্ষরিত এক পত্রে মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান, আত্মত্যাগ ও বীরত্বের জন্য মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তাঘাটের নামকরণের নির্দেশনা জারি করেন।
মহেশপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুস ছাত্তার জানান, মহেশপুর শহর থেকে চৌগাছা সড়কের বাসস্ট্যান্ড থেকে প্রাণী সম্পদ পাড়া দিকে আসা রাস্তাটি আমার নামে নামকরণ করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার ২৯ সড়কের নামকরণ মুক্তিযোদ্ধাদের নামে করা হয়েছে। এটা বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের জন্য আরেকটি বড় বিজয়। আমরা গত দুই বছর হলো সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ করার জন্য চেষ্টা করছিলাম। সম্প্রতি মহেশপুর পৌরসভার মেয়র আবদুর রশিদ খাঁন প্রাথমিকভাবে শহরের বিভিন্ন সড়ক মুক্তযোদ্ধাদের নামে করেছেন। এতে স্থানীয় মুক্তিযোদ্ধারা খুশি।
ঝিনাইদহ জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিদের্শনা দেওয়ার পর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে জেলার সব উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানদের কাছে চিঠি দেওয়া হয়। এ ছাড়া আমরা স্বশরীরে সব অফিসে গিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। এরপর জেলার সকল পৌরসভা ও ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ শুরু হয়। তবে মহেশপুর পৌরসভার মেয়র সবার আগে মুক্তিযোদ্ধাদের নামে সব সড়কে নামকরণের কাজ সম্পন্ন করেছেন।
মহেশপুর পৌরসভার মেয়র আবদুর রশিদ খাঁন জানান, মুক্তিযোদ্ধার হলো আমাদের সূর্য সন্তান। তাদের সাহসিকতা আর আত্মদানের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অল্প হলেও চেষ্টা করেছি তাদের সম্মান দেওয়ার। এ ছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতেই পৌর শহরের বিভিন্ন সড়ক মুক্তিযোদ্ধাদের নামে করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার সকল মুক্তিযোদ্ধাদের পৌর ট্রাক্স সম্পূর্ণ ও পানির বিল অর্ধেক মৌকুফ করা হয়েছে।