চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিখরের সহযোগিতায় হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও মাক্স ,বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মো: রাজীব হোসেন রিফাতের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইিউম্যান রাইটস চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এড,এ এম জিয়া হাবীব আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকীম ,ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,আলমঙ্গীরুল ইসলাম চৌধুরী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,প্রফেসর সিরাজুল ইসলাম,আবদুর রশিদ,মওলানা জহুরুল আলম জিহাদী,মাইনউদ্দিন প্রমুখ।পরে প্রধান অতিথি অসহায় ও হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।