ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাদপুর সড়কের লাউতলা নামক স্থানে ঘন কুয়াশায় যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে মিরাজ হোসেন (২৩) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন বাসযাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত মিরাজ কালীগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহি শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌছালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মিরাজ নিহত হয়। আহত ৫ জনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মিরাজের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।