নানা চড়াই উৎড়াই পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে বসানো হলো ৪১তম স্প্যান। সর্বশেষ স্প্যান বসানোর মধ্যে দৃশ্যমান হলো সেতুর ৬.১৫ কিলোমিটার।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর টু-এফ নামের ৪১তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতুর শেষ স্প্যান বসানোর কাজ সম্পন্ন হলো। শেষ স্প্যানটি বসানোর মধ্যে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হলো। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে আনা স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়।
স্প্যানটি গতকাল বিকেলে তিয়ান-ই নামের ভাসমান ক্রেনের মাধ্যমে, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের কাছে এনে রাখা হয়। এরপর আজ বেলা ১২টার দিকে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয়।