রংপুরের পীরগঞ্জে ৭ পরিবারকে বসতভিটে থেকে কৌশলে উচ্ছেদ করেছে বিতর্কিত কোটিপতি এক সময়ের বনচোর প্রভাবশালী মমিনুর রহমান(৩৮)। নির্যাতিত পরিবারগুলোর প্রায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় বাধ্য হয়েই বসতভিটে মমিনের কাছেই নামমাত্র দামে বিক্রি করে সরকারি খাস জমিতে বসবাস করছে। জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে মমিনুর রহমান। সে অভাবের কারণে ঝাড়বিশলা বনবীটের গাছ চুরি করতো। এ কারণে বন বিভাগ তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা করলে সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রায় দেড় যুগ পর এলাকায় ফিরে জমিজমা কিনতে থাকে। ভেন্ডাবাড়ী হাটের দক্ষিণে ভেন্ডাবাড়ী-খালাশপীর রাস্তার সাথেই রয়েছে ১ একর জমিতে ধানের চাতাল, রাইস মিল ও বেশকিছু দোকানঘর নির্মান করে। যার মুল্য কয়েক কোটি টাকা। ওই রাইস মিলের পশ্চিমে প্রায় ২০ বছর আগে ৬টি হিন্দু ও ১টি মুসলিম পরিবারের বসতি ছিল। মমিন তার চাতালের পরিধি বাড়াতে ৭ টি পরিবারের বসতভিটেয় চোখ দেয়। একপর্যায়ে পরিবারগুলোকে বসতভিটে তার কাছে বিক্রি করতে কৌশলে চাপ সৃষ্টি করে। এতে তারা রাজি না হলে মমিন তাদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়। এ নিয়ে ভেন্ডাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের কাছে নির্যাতিতরা অভিযোগ করলেও চেয়ারম্যান সুরাহা করে দেননি। ফলে আরও বেপরোয়া হয়ে উঠে মমিন। হঠাৎ কোটিপতি হওয়ায় এলাকার অনেকেই সন্দিহান হয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালাশপীর-ভেন্ডাবাড়ী রাস্তার পাশে ভেন্ডাবাড়ী গ্রামে প্রায় ২০ বছর আগে শ্রী ভবেশ চন্দ্র, বিষ্ট, জলোধর, অমুল্য সাধু, পদ্ম বাবু, নিবারন ও শামছুল হক ২২ শতক জমি ক্রয় করে পবিরার পরিজন নিয়ে বসবাস করতেন। ৭ বছর আগে মমিন ওই বাড়ীগুলোর সামনে রাস্তার সাথে প্রায় ১ একর জমি ক্রয় করে তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। এরপর মমিন উল্লিখিত ৭ পরিবারের বসতভিটে নিতে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় সীমানা প্রাচীর দিয়ে পরিবারগুলোর রাস্তা বন্ধ করে জিম্মি করে। একপর্যায়ে নির্যাতিতরা মমিনের কাছেই কমদামে জমি বিক্রি করতে বাধ্য হয়। এরমধ্যে অমুল্য সাধু ও শামছুল হকের পরিবার এখনো রয়েছে। তারাও জমি বিক্রি করবে বলে জানা গেছে। চাতালের ভিতর দিয়েই তারা চলাচল করছে। এ ব্যাপারে নির্যাতিত বিষ্টর স্ত্রী ফুরকুনি বালা বলেন, মমিন আমাদের কে জিম্মি করে যে দামে জমি কিনে নিয়েছে। এতে বাইরে জমি কিনতে না পারায় আমাদেরকে খাস জমিতে থাকতে হবে। অমুল্যর ছেলে সুজন সাধু বলেন, বসতভিটে বিক্রি করে পদ্ম বাবু আর খেড়কেটু এখন খাস জমিতে থাকছে। আর খাস জমিতে যাবার অপেক্ষায় থাকা ভারতি বালা, ফেলানী ও নিবারন বলেন, মমিন আমাদেরকে বেকায়দায় ফেলে প্রতি শতক জমি ৩৫ হাজার টাকা করে দিচ্ছে। আর পাশেই প্রতি শতক জমি ১ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এখন আমরা খাস জমির বাসিন্দা হচ্ছি। চেয়ারম্যানের কাছে গেলেও তিনি মমিনের পক্ষেই কথা বলেন। কোটিপতি মমিন জানায়, চট্রগ্রামে আমি কোন অপরাধমুলক কাজ করিনি। সেখানে বায়িং হাউজে চাকরী করেছি। ভেন্ডাবাড়ী ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, পরিবারগুলোর অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু মমিন তাদেরকে চলাচলের জন্য রাস্তা না দিলে আমি কি করব ?