চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের মৌলভ বাজার এলাকায় চাঁদাবাজি করার সময় ২ভূয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।গত ৮ডিসেম্বর সন্ধ্যায় বরকল থেকে আটক করা হয়। আটককৃতরা হলো আনোয়ারা থানার চাতুরী চৌমুহনী এলাকার জেবল হোসাইনের ছেলে সৈকত হোসেন মুন্না (৩০) ও বাবুর হাট এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে সাজ্জাদ হোসেন(২২)। জানা যায় ওইদিন ঐক্ত ভূয়া সাংবাদিকরা ক্রাইম রিপোর্টাড পরিচয় দিয়ে শফিউল ইসলামের সোনালী বেকারিতে গিয়ে ১০হাজার টাকা দাবি করেন। তাদের চালচলনও কথাবার্তায় সন্দেহ হলে স্হানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। এর আগের বছর ও তারা ঐ বেকারি থেকে ১০ হাজার টাকা নিয়ে যায় বলে বেকারি মালিক জানিয়েছেন। এদিকে পুলিশকে কোন ধরনের পরিচয় দিতে পারেনি। যার কারণে পুলিশ চাঁদাবাজির মামলায় তাদেরকে কোট হাজতে পাঠানো হয়েছে। চন্দনাইশ থানা কর্মকর্তা ইনচার্জ নাসির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।