“কমলা রঙের বিশে^ নারী বাঁধার পথ দিবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বুধবার আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বের্ষণে “বাংলাদেশ- শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, তথ্য অধিদপ্তর কর্মকর্তা সিফাত জাহান, জয়িতা তাহমিনা আরা সিদ্দীকা ও ফেরদাউস আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে ৫ জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। নির্বাচিত জয়িতারা হলো, সফল জননী নারী হিসেবে উপজেলা রায়কোট ইউনিয়নের বেল্টা গ্রামের আফরোজা আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মৌকরা ইউপির ময়ূরা গ্রামের শাহেনা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন মৌকরা ইউপির চান্দগড়া গ্রামের ফেরদাউছ বেগম। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সফল নারী পৌর সভার পূর্ব দৈয়ারা গ্রামের শাহিদা আক্তার। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌরসভার দাউদপুর গ্রামের তাহমিনা আরা সিদ্দিকা।