কুস্টিয়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহের হরিণাকু-ু পৌর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় উপজেলা দোয়েল চত্তর মোড় এলাকা থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হরিণাকু-ু বাজার, উপজেলা মোড়, হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা দোয়েল চত্তর মোড়ে এসে শেষ হয়। মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে এক সমাবেশে প্রধান অতিথিরি বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও হরিণাকু-ু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, পৌর আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক রাফেদুল হক সুমন প্রমূখ। এ সময় স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ফিরোজ সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, রাকিবুল হাসান রাসেল, শরাফত দৌলা ঝন্টু, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুবেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জামায়াত-বিএনপির ইন্ধনে একটি মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। অবিলম্বে দেশ থেকে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ঘোষনা ও ধর্মীয় উস্কানিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা।