নেত্রকোনার দুর্গাপুরে বুধবার দুপুরে বালু মহালে ড্রেজারের ওপর মোবাইল কোর্ট চলাকালীন সময়ে ঐ টিমের ওপর হামলা চালিয়ে তিন পুলিশসহ ৬জন কে আহত করে অবৈধ বাংলা ড্রেজার মালিক,শ্রমিক ও ইজারাদারের লোকজন।
৯ ডিসেম্বর বুধবার নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষথেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বর্মন এর নের্তৃত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুয়েল সাংমা’র সহযোগিতায় একটি টিম ১নং বালু মহালে অবৈধ বাংলা ড্রেজার চালানো নিষেধ করলে তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনের কাজ করতে থাকলে মোবাইল টিম কর্তৃক ড্রেজারগুলি ভাংচুরের সময় অবৈধ বাংলা ড্রেজার মালিক,শ্রমিক ও ইজারাদারের লোকজন ক্ষিপ্ত হয়ে মোবাইল টিম পরিচালনাকারীগনের ওপর অতর্কিত হামলা চালালে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়। আহতরা হলেন এস.আই রুকন উদ্দিন(৪৫),কনস্টেবল খলিলুর রহমান(৫৫),রুবেল(৩১),ভূমি অফিস স্টাফ নজরুল ইসলাম(৪৫),এরশাদুল ইসলাম(৩২), শ্রমিক রফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র বর্মন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম ও এসিল্যান্ড রুয়েল সাংমা যৌথ ভাবে বলেন বালু মহালে সরকারী নিশেধাজ্ঞা উপেক্ষা অবৈধভাবে বালু উত্তোলনের কাজে বাংলা ড্রেজার ব্যবহার করে আসছিলো। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা ওই ড্রেজারগুলি নিষেধ করতে চাইলে ড্রেজার মালিক,শ্রমিক ও ইজারাদারের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে সরকারী কাজে বাধা প্রদান সহ আমাদের টিমের ৬জনকে আহত করে,আহতরা বর্তমানে দুর্গাপুর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।