রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে বুধবার ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় ৫ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি এ স্লোগানে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা সেলোয়ারা বেগম, জয়িতা সাহিদা পারভীন, শিরিনা আক্তার, আলেয়া বেগম, আরিফা আক্তার আখিঁ প্রমুখ। শেষে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।