যশোরের অভয়নগর উপজেলায় মুক্ত দিবস উদযাপন সংসদের শ্রদ্ধাঞ্জলি, র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মুক্ত দিবস উদযাপিত হয়। উড়েছিল স্বাধীন বাংলার লাল-সবুজের পতাকা। স্বাধীনতার পর থেকে প্রতি বছর এ উপজেলায় মুক্ত দিবস ব্যাপক আয়োজনে উদযাপন করা হলেও এবার করোনা প্রভাবের কারণে স্বল্প পরিসরে দিবসটি উদযাপিত হয়েছে।
বুধবার দিবসের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে মুক্তিযোদ্ধা কামা-, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমা- ও অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদের পক্ষ থেকে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে জাতীয় ও মুক্তিযোদ্ধা কমা-ের পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
বেলা ১২ টায় উপজেলা মুক্ত দিবস উদযাপন সংসদের আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক বাবুলের সভাপতিত্ব সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের আহ্বায়ক আলী আহম্মদ খান।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সানা আবদুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, পীর মুহাম্মদ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি শিবু প্রসাদ সাহা, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, শিক্ষক নূরুজ্জামান, প্রয়াত মুক্তিযোদ্ধা কমা-ার আবদুল মালেক মোল্যার মেয়ে সহকারী অধ্যাপক শামিনা জাহান লিসা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনেরা।