সাবেক সংসদ সদস্য,বর্তমান পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে জ্ঞ্যত আয় বহিভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করেছেন রংপুর দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে জেলা দুর্নীতি দমন কমিশনে এই মামলা করেন উপ-সহকারি পরিচালক নুর আলম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা দুর্নীতি কমিশনের উপ- পরিচালক জাহাঙ্গীর হোসেন।
এজাহার সূত্রে জানাগেছে, পীরগঞ্জের দুইবারের সংসদ সদস্য ও দুই বারের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মন্ডলের কমিশন কর্তৃক জারিকৃত সম্পদ বিবরণী তথ্যে স্থাবর সম্পদের পরিমান উল্লেখ করেছেন ৫ কোটি ২২ লাক ৫৬ হাজার ১৬৮ টাকা। কিন্তু দুদকের অনুসন্ধানে তার সম্পদের পরিমান পাওয়া যায় ৮ কোটি ৯৮ লাক ৮৮ হাজার ৮০২ টাকা। তিনি ৩ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৬৩৪ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেন। ওই সম্পদ তার জ্ঞাত আয়ের বর্হিভূত উৎস হিসেবে তিনি ভোগ করছেন। তার অস্থাবর সম্পদের বিবরনীতে ২৯ লাখ ৮ হাজার ২১৭ টাকা দাখিল করেছেন। তিনি সম্পদ বিবরনীতে দায় দেনার চেয়ে ১ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ২১৮ টাকা দেখিয়েছেন। প্রকৃত পক্ষে ওই টাকাও তিনি জ্ঞাত আয় বর্হিভূত ভাবে ভোগ দখল করছেন। এজাহারে বলা হয় পৌনে ৪ কোটির বেশি টাকা তিনি সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান থাকাকালিন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আয় করেছেন। কমিশনের অনুমোদন ক্রমে তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ ২০১৯ সালের ১২ মে জারি করা হয়। ওই বছর ১৩ মে তিনি নোটিশ গ্রহণ করেন এবং ৩০ মে তিনি সম্পদ বিবরনী দাখিল করেন। দুদকের অনুসন্ধনের বেরিয়ে আসে নুর মোহাম্মদ মন্ডল ৩ কোটি ৭৬ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহিভূত সম্পদ ভোগ দখল করছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশনের ২০০৪ এর ২৬(২) ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের২০১২ এর ৪(২)(৩) ধারা মতে মালা করা হয়েছে।
দুদকের রংপুর জেলা উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, কমিশনের অনুমোদনক্রমে নুর মোহাম্¥দ মন্ডলের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং আইনে মামলা হয়েছে। মামলার পরবর্তি কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এর ২০০১ সালে নুর মোহাম্মদ মন্ডল সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারিয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।