মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নকে আধুনিক করে গড়ে তুলতে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম সাগর। তিনি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কলমার বিভিন্ন ওয়ার্ডে সভা সমাবেশ ও ওঠান বৈঠক করছেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় কলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওঠান বৈঠক অনুষ্ঠিত হয় ডহরী গ্রামে। ওঠান বৈঠকে কলমা ইউনিয়ন ৬ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মো. মিন্টু বাসারের সভাপতিত্বে ও জেলা রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সভাপতি মো. শামীম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্বা কলমা ইউনিয়নের আ.লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম ফকির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, লৌহজং উপজেলা আ’মীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আলহাজ সেলিম আহাম্মেদ মোড়ল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো আমিনুল ইসলাম সাগর, শেখ মোহাম্মদ আলী, শেখ রিপন, কলমা ইউনিয়ন আ’মীলীগের সাধারণ সম্পাদক মো কামরুজ্জামান অরুন, মো. রফিকুল ইসলাম মুন্সি, মো. আবদুল হাই হাওলাদার প্রমুখ।