প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দরিদ্র হ্রাসকরণ কর্মসূচীর আওতায় সেফ কমিউনিটি কমিটি গঠন ও পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগরীর রাধাবল্লভ বিদ্যালয়ের হলরুমে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। প্রশিক্ষণে বক্তব্য রাখেন অত্র কমিটির সদস্য সাংবাদিক রেজাউল করিম জীবন, এসইএনএফ সিমি আক্তার মনি, সালমা আক্তার ও সিএফ শামীমা আক্তার। সভাপতিত্ব করেন স্বর্ণলতা ক্লাস্টারের সভাপতি সালমা জামাল। উদ্বোধন শেষে প্রশিক্ষণ পরিচালনা করেন স্বর্ণলতা ক্লাস্টারের কমিউনিটি অর্গনাইজার সুনীতি রানী রায়।