কুষ্টিয়ার সাতমাথা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে রংপুর আইনজীবী সমিতি। সোমবার (৮ডিসেম্বর) দুপুরে রংপুর জজকোর্ট চত্তরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড ইলিয়াস আহম্মেদ, রংপুর আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড আব্দুল হক প্রামানিক, জেলা জাসদ সভাপতি এড রফিকুল ইসলাম মুকুল, রংপুর আইনজীবী সমিতির সহ-সাধারন সম্পাদক ফিরোজ কবির গুঞ্জন, আইনজীবী সমিতির সদস্য এড দিলশাদ ইসলাম মুকুল প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মালেক। সঞ্চালনা করেন এডভোকেট আবু সুফিয়ান। মানববন্ধনে উপস্থিত ছিলেন আইন কলেজ রংপুরের অধ্যক্ষ এড সাজেদ হোসেন তাতা, এড আতিক উল আলম কল্লোল, এড জিয়াউল হক জিয়াসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত ভাস্কর্য অবমাননাকারী ও উস্কানীদাতাদের আইনের দ্রুত ট্রাইবুন্যালের আওতায় এনে বিচার করার জন্য সরকারের কাছে আবেদন জানান।