নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ডিমলা সদরের পাবলিক স্কুল এ- কলেজে উপজেলার ৪৩ টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সংসদ ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ” এর দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে সভাপতি প্রার্থী মোঃ সেকেন্দার আলী বাদশা (আহবায়ক, ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশন) ও সাধারণ সম্পাদক প্রার্থী অনুকূল কুমার রায় (সভাপতি, যুব ফোরাম, ডিমলা) এর প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তারা উভয়েই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়। সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দী প্রার্থী থাকায় ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনটি পদে বেলা ১১ টায় ভোট গ্রহন শুরু করে দুপুর ২ টায় ভোট গ্রহন শেষ হয়। এতে ১০৫ জন কাউন্সিলিরদের প্রত্যক্ষ ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে ৫৯ টি ভোট পেয়ে সন্তোষ কুমার রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৮৭ টি ভোট পেয়ে মোঃ মেজবাউল হোসেন (সদস্য সচিব, ডিমলা যুব উন্নয়ন ফাউন্ডেশন), সাংগঠনিক সম্পাদক পদে ৭৫ টি ভোট পেয়ে মোঃ আতিকুর রহমান (সাধারণ সম্পাদক, নিজেরাই গড়ি, সুন্দরখাতা) নির্বাচিত হয়েছেন।