খুলনা শহরের উত্তর কোল ঘেঁষে ভৈরব নদী দ্বারা খুলনা শহর থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপাঞ্চল উপজলোর নাম দিঘলিয়া উপজেলা। এই উপজেলাবাসীর র্দীঘদিনের দাবি ভৈরব সেতু যা খুলনা শহরের সাথে দিঘলিয়া জনপদের সেতু বন্ধন সৃষ্টি করবে
সেই স্বপ্নের সেতু আজ বাস্তবে রূপ নিতে চলেছে দিঘলিয়া উপজেলাবাসীর স্বপ্নের ভৈরব সেতু বাস্তবায়নের কাজে যারা অংশগ্রহণ করবেন সেই সকল প্রকৌশলী,
ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক সকলেই ভৈরব সেতু এলাকা পরিদর্শন করেছেন।
সেতুর প্রাথমিক কাজ ও ইতোমধ্যে শুরু হয়েছে এই সেতু নির্মাণের পিছনে অবশ্যই একজন কারিগর ছিলেন যার প্রচেষ্টায় আজ দিঘলিয়া উপজেলাবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে দিঘলিয়া উপজেলাবাসীর র্দীঘদিনের স্বপ্ন পূরণে কে কতটুকু অবদান রখেছে তা দিঘলিয়া জনপদের লোকজনের অজানা নয়। এখনদিঘলিয়া উপজেলার উন্নয়ন ঘটাতে হবে দিঘলিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেহবে দিঘলিয়াকে গড়ে তুলতে হবে দ্বিতীয় সিঙ্গাপুর শহরের আদলে আরএর জন্য দরকার দিঘলিয়া গড়ার কারিগর এবং জায়গা। এ দু’টোই আছে দিঘলিয়ায় এখন প্রয়োজন রূপরেখা প্রণয়ন করে সামনে এগিয়ে যাওয়া। দিঘলিয়া উপজেলা একটা দ্বীপাঞ্চল উপজেলা। এর চারপাশে নদী দ্বারা আবদ্ধ। নদীর তীরে গড়ে তোলা যেতে পারে সুন্দর বনের আদলে বন। এর পাশ দিয়ে নির্মাণ করা যেতে পারে রিং রোড। এ রিং রোডকে কেন্দ্র করে গড়ে তোলা যেতে পারে ছোট /বড়াে শিল্প কারখানা। এখানে গড়ে তোলা যেতে পারে র্গামন্টেস শিল্প। এ স্বপ্ন পূরণে আজ এগিয়ে আসতে হবে দিঘলিয়াউপজেলার র্সবোস্তরের র্কমর্কতা, বুদ্ধিজীবী,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ সৃজনী সুশীল সমাজকে অবহেলিত দিঘলিয়া উপজেলার উন্নয়ন ঘটাতে হলে ভৈরব সেতুর গুরুত্ব তুলে ধরে আমি সংবাদপত্রে সংবাদ লিখেছি দিঘলিয়াবাসীর সেই স্বপ্ন কল্পনার ও দুঃসাধ্য হলওে তা বাস্তবায়ন হচ্ছে দিঘলিয়া উপজেলার উন্নয়নের সঙ্গে যারা জড়িত তাঁরা যদি আমার এ কল্পনার সাথে একমত পোষণ করে এগিয়ে আসেন তবে একদিন দিঘলিয়া হবে খুলনা জেলার সিঙ্গাপুর সিটি।