ময়মনসিংহের গফরগাঁওয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী (১৩) আপন খালু কর্তৃক ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীর বাবা গত সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভিত্তিতে পুলিশ আবদুল মতিন ভূঁঞা (৫০) নামে ধর্ষক খালুকে গ্রেফতার করে। ঘটনাটি উপজেলার আউটবাড়িয়া গ্রামে ঘটে।
ধর্ষিতা উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের অনুমতিপ্রাপ্ত) অষ্টম শ্রেণির ছাত্রী। ধর্ষক আবদুল মতিন ভূঁঞা পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার কুষ্টিয়া (সেনবাড়ি) গ্রামের মৃত আবদুল ভূঁঞার ছেলে। তিনি আউটবাড়িয়া গ্রামে শ্বশুর আবদুস ছালামের বাড়িতে বসবাস করতেন।
থানায় এজাহার সূত্রে জানা যায়, আত্মীয়তার সুবাদে আবদুল মতিন ভূঁঞা প্রায়ই জামাল উদ্দিনের বাড়িতে বেড়াতে আসতেন। গত ৩০ নভেম্বর বেড়াতে এসে আবদুল মতিন ভূঁঞা ওই স্কুল শিক্ষার্থীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে জানালে ক্ষতি হবে বলে হুমকি দেন। পরে স্কুল শিক্ষার্থী ভয়ে কাউকে কিছু না জানালেও সে অসুস্থ হয়ে পড়ে। রোববার পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে আল্ট্রাসনোগ্রাম করলে মেয়েটি এক মাস ১৮ দিনের অন্তঃসত্বা বলে ডাক্তার নিশ্চিত করেন। এ অবস্থায় পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে মেয়েটি আপন খালু কর্তৃক ধর্ষিত হওয়ার কথা জানায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা সোমবার দুপুরে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আউটবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ধর্ষক আবদুল মতিন ভূঁঞাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
শিক্ষার্থীর বাবা বলেন, সে আমার স্কুল পড়ূয়া মেয়ের জীবনটা নষ্ট করছে। আমি এর দৃষ্টান্ত মূলক বিচার চাই।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) অনুকূল সরকার বলেন, এ ঘটনায় মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধ স্বীকার করেছে। পরে বিকালে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।