মনিরামপুরে আগামী পৌরসভা নির্বাচনকে সামনের রেখে সোমবার বিকেলে পৌর শহরে বাদ্যযন্ত্র, বেনার, ফেস্টুন শোভাযাত্রা নিয়ে পৌরবাসী মিছিল করেছেন। পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে আসা শ’শ নারী-পুরুষ মিছিলে অংশ নেয়। তাদের একটায় দাবী আগামী মনিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী হিসেবে পৌরসভার প্যানেল মেয়র-১ এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল’কে দেখতে চান। তারা এ যোগ্য নেতার পদচারনায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, কামরুলের বাইরে আমরা কাউকে পৌর মেয়র প্রার্থী দেখতে চাইনা।
এদিকে তারা শোভাযাত্রা শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে মনিরামপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিল শেষে আ.লীগ দলীয় কার্য্যলয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর মেয়র প্রার্থী কামরুজ্জামান কামরুল বক্তব্য রাখেন।
অপর দিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের ব্যানারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে এবং সাবেক পৌর আ.লীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ’কে আগামী পৌর মেয়র হিসেবে আ.লীগ দলীয় মনোনয়নের দাবীতে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। মিছিল শেষে পৌরসভা গেটের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরার সভাপতিত্বে এবং তরুন আ.লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, প্রধান বক্তা ছিলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী টিটো প্রমুখ।