বৈধ কাগজপত্র না থাকা, চিকিৎসা সেবার মান অবহেলা ও অপরিচ্ছনসহ বিভিন্ন ত্রুুটি থাকার অভিযোগে সোমবার মনিরামপুর মোহনপুর বটতলার ইসলাম মার্কেটে প্রগতি ডিজিটাল ডি-ল্যাব রিজু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহকে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। বিকেলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ও টিএইচএ ডা. শুভ্রা দেবনাথ এ অভিযান চালান। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র, যন্ত্রপাতী, চিকিৎসা ব্যবস্থার কোন পরিবেশ না থাকায় তাকে জরিমানা করা হয়। একই সাথে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ৫০ হাজার এবং ডক্টরস ল্যাবরেটরীকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।