হঠাৎ করেই দেশে আবার অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা শুরু হয়েছে। এবার অস্থিরতা সৃষ্টির জন্য উপজীব্য করা হয়েছে ভাস্কর্যকে। আর এই নতুন ষড়যন্ত্রের দৃশ্যমান নেতৃত্বে রয়েছে মূল হেফাজতে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকজন নেতা, যাঁরা জামায়াত-বিএনপি ঘরানার লোক হিসেবে আগে থেকেই পরিচিত। তাঁদেরই একজন মুমিনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়েছিলেন। সেই হুমকির সূত্র ধরে গত শুক্রবার রাতের কোনো একসময় কয়েকজন দুষ্কৃতী বঙ্গবন্ধুর নির্মীয়মাণ ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে দেয়। পরে ভিডিও ফুটেজ দেখে পুলিশ চার মাদরাসা শিক্ষার্থীকে আটক করেছে। হামলাকারীরা এখানেই থামেনি। পরদিন রাতে একটি মাইক্রোবাস থেকে ভাস্কর্যে দুই রাউন্ড গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। এরা কারা? এদের আসল উদ্দেশ্য কী? ভাস্কর্য বাংলাদেশে নতুন নয়। শুধু বাংলাদেশে কেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সব দেশেই ভাস্কর্য রয়েছে। সৌদি আরবে উট, ঘোড়া, গাঙচিলের অনেক ভাস্কর্য রয়েছে। অথচ ঢাকার মতিঝিলে বিমান অফিসের সামনে থাকা বলাকা রাতের আঁধারে ভেঙে দেওয়া হয়। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলার আগে সাদ্দাম হোসেনের অনেক ভাস্কর্য ছিল। রাজধানী বাগদাদে রয়েছে হাম্বুরাবির ভাস্কর্য। রয়েছে আরব্য উপন্যাসের প্রধান চরিত্র শাহেরজাদি ও রাজা শাহরিয়ারের মূর্তিসহ আরো অনেক ভাস্কর্য। সিরিয়ায় রয়েছে একাদশ শতকের মুসলিম সেনাপতি সালাদিনের ভাস্কর্য ‘স্ট্যাচু অব সালাদিন’। সর্বাধিক জনসংখ্যার মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রায় সর্বত্রই রয়েছে প্রচুর ভাস্কর্য। পাকিস্তানের বড় শহরগুলোতেও ছড়িয়ে রয়েছে অনেক ভাস্কর্য। ওয়াশিংটন মনুমেন্টের আদলে গড়া ন্যাশনাল মনুমেন্ট রয়েছে মালয়েশিয়ায়। ইরানে রয়েছে ওমর খৈয়াম, কবি হাফিজ, নাদির শাহসহ অনেক ঐতিহাসিক ব্যক্তির ভাস্কর্য। তুরস্কজুড়ে ছড়িয়ে আছে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট কামাল আতাতুর্কের অগণিত ভাস্কর্য। আছে নারী মূর্তিসহ আরো অনেক ভাস্কর্য। সম্প্রতি তুরস্ক সিদ্ধান্ত নিয়েছে, তারা আংকারায় বঙ্গবন্ধুর এবং ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করবে। এসব দেশের আলেমরা কি কম বোঝেন? আমাদের দেশে এরা কারা, যারা ভাস্কর্যকে ইস্যু বানিয়ে মাঠ গরম করতে চাইছে? বাংলাদেশে জিয়াউর রহমানেরও অনেক ভাস্কর্য আছে। তার বিরুদ্ধে কথা হয় না কেন? সেগুলো ভাঙা হয় না কেন? এটা এখন স্পষ্ট যে ভাস্কর্য নয়, বঙ্গবন্ধুই তাদের মর্মপীড়ার প্রধান কারণ। আগুন সন্ত্রাস, বোমাবাজি, পুলিশের ওপর হামলা, আদালতের ওপর হামলা, দেশব্যাপী জঙ্গি হামলাসহ কোনো অপতৎপরতাই যখন কাজে এলো না, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো গেল না, তখন সর্বশেষ অপকৌশল হিসেবে তারা বেছে নিয়েছে ভাস্কর্যকে। তারা চাইছে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে বিভ্রান্ত করে দেশে অস্থিরতা তৈরি করতে। ক্ষমতাসীন দলকে সতর্ক থাকতে হবে। মারমুখী না হয়ে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সচেতন করে তাদের সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকেও তৎপর হতে হবে।