কোভিড-১৯ এর সংক্রমন মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইউনিসেফ সহায়তা পুষ্ট “পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যশিক্ষা” শীর্ষক প্রকল্পের আওতায় মানবিক সহায়তা হিসেবে রংপুর সিটি কর্পোরেশনে প্রায় ৩০ হাজার পিস সাবান হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে নগর ভবনে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নিকট মানবিক সহায়তার প্রায় ৩০ হাজার পিস সাবান হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রংপুর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী পস্কজ কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহ্মুদুর রহমান টিটু, ২৩নং ওয়ার্ড কউিন্সিলর মোঃ সেকেন্দার আলী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈমুল হক নাঈমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।