৭ ডিসেম্বর/৭১ এর এই দিনে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পাকহানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করে মুক্তিবাহিনীর বীর সেনানীরা। এ উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবারও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি নব নিযুক্ত ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, বাংলাদেশ স্বাধীনতার অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই মহান স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্য নিয়ে অনাকাঙ্খিত উষ্কানিমুলক বক্তব্য প্রদান ও ভাংচুরের ঘটনা জাতির জন্য লজ্জাষ্কর। তাই এসব অনাকাঙ্খিত উষ্কানিমুলক বক্তব্য পরিহার করে সকলকে সজাগ ও শান্ত থাকার আহব্বান জানিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নব নিযুক্ত ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যাল এডঃ জামাল আব্দুন নাসের বাবুল। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিক,বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক মোজা প্রমুখ। উল্লেখ যে,মুক্তিযুদ্ধের কোম্পানীর কমান্ডার জালাল কোম্পানি এবং বদি কোম্পানীর নের্তৃত্বে বীরত্ব পুর্ণ লড়াই করে অবশেষে ৭ডিসেম্বর ভোর রাতে পাক-হানাদারদের পতন ঘটিয়ে চুড়ান্ত ভাবে শত্রু মুক্ত করেন ইসলামপুর। সে সময় হাজারও জনতা জয়বাংলা শ্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। ওইদিন সকালে ইসলামপুর থানা চত্ত্বরে জালাল কোম্পানীর কোম্পানি কমান্ডার শাহ মো.জালাল উদ্দিন সর্ব প্রথম বিজয়ী পতাকা উত্তোলন করেন।