জামালপুরের বকশীগঞ্জে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সময় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার রাতে পৌর শহরের পাখিমারা এলাকায় ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ডা: স্নিগ্ধা দাস।
জানা যায়,গত রোববার রাতে বকশীগঞ্জের পাখিমারা গ্রামে আসমত আলী নিজ বাড়িতে তার নাবালক কন্যা ৮ম শ্রেনীর শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেন। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ডা: স্নিগ্ধা দাস পাখীমারা গ্রামে আসমত আলীর বাড়িতে যান। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কনের বাবা আসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: স্নিগ্ধা দাস। অভিযানে পন্ড হয়ে যায় বাল্যবিয়ে। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না বলেও মুচলেকা দেন আসমত আলী।